প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৮:৫২ পিএম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের এখানে এনে দাঁড় করিয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) সাউথ ক্যারোলিনা থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রচার শুরুর প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘অযোগ্যতা এবং দুর্বলতা প্রদর্শনের মাধ্যমে জো বাইডেন আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন। কেউ মানুক বা না মানুক আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমি প্রেসিডেন্ট হলে শক্তহাতে শান্তি ফিরিয়ে আনব।’
ট্রাম্প বাইডেনকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদের পরিবর্তে মাঝে এক মেয়াদ বিরতি দিয়ে হোয়াইট হাউসে ফেরার চেষ্টা করছেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি জয়ী হলে গ্রোভার ক্লিভল্যান্ডের পর তিনিই হবেন দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর টানা দ্বিতীয়বার নির্বাচিত না হয়ে তৃতয়ী দফা নির্বাচনে লড়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন।
ট্রাম্প বলেন, ‘২০২৪ সালের নির্বাচনই আমাদের একমাত্র অস্ত্র যা আমাদের দেশকে রক্ষা করতে পারে। আমাদের এমন একজন নেতা প্রয়োজন যিনি এই কাজটি ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকে শুরু করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমাদের এমন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি কিনা পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং জয়ী হতে দৃঢ় প্রতিজ্ঞ।’
ট্রাম্প এ সময় আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করতে গিয়ে বাইডেন দেশকে অপমানিত করেছেন বলেও মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধ বিষয়ে তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকলে রাশিয়া ইউক্রেন আক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি করে ফেলতে পারতাম।’
সাজেদ/এএল