• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতে ৩ টি যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০১:১৭ এএম

ভারতে ৩ টি যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

একদিনেই ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় বিধ্বস্ত হয়েছে দুটি বিমান এবং আরেকটি বিধ্বস্ত হয়েছে রাজস্থানের ভরতপুরে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রদেশের ঘটনায় মাঝ আকাশে দুই বিমানের সংঘাতের কারণেই বিমান দুটি বিধ্বস্ত হয়। এ নিয়ে তদন্ত চলছে। বিধ্বস্তের সময় বিমান দুটি প্রশিক্ষণরত অবস্থায় ছিল। 
এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, বিমান দুটির একটি রাশিয়ার সুখোই-৩০ এবং অপরটি ফ্রান্সের মিরাজ-২০০০ মডেলের। এরমধ্যে সুখোই-৩০ এ থাকা দুই পাইলট বেঁচে গেছেন। কিন্তু মিরাজে থাকা পাইলট ঘটনায় নিহত হয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোয়ালিয়ার বিমান ঘাঁটি থেকে ওই দুটি বিমান উড়েছিল। মাঝ-আকাশে দুই বিমানের ধাক্কা লেগেছে কিনা, তা খতিয়ে দেখতে ‍‍`কোর্ট অফ ইনকোয়ারি‍‍` গঠন করা হচ্ছে। 
ওই দুর্ঘটনা নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাকে পুরো ঘটনাটি জানিয়েছেন বিমান বাহিনী প্রধান।
পাইলটরা কেমন আছেন, তা জেনেছেন প্রতিরক্ষা মন্ত্রী। পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।


এদিকে শনিবার সকালেই রাজস্থানের ভরতপুর জেলায় আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, ভতরপুরের একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে ওই বিমানটি। স্থানীয় কর্মকর্তা অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে চার্টার জেট ভেঙে পড়েছে। যদিও ভারতীয় বিমান বাহিনী সূত্র জানিয়েছে যে, বিধ্বস্ত হওয়া বিমানটি বিমান বাহিনীরই। ওই বিমানের পাইলটের কী অবস্থা তা জানা যায়নি।

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ