• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দুবাইয়ে ভারি বৃষ্টিতে স্থবির জনজীবন

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:১৫ পিএম

দুবাইয়ে ভারি বৃষ্টিতে স্থবির জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে গত দুদিন ধরে চলছে টানা ভারি বৃষ্টিপাত। এতে বিপাকে পড়েছে জনজীবন। শীত মৌসুমে হওয়া বৃষ্টির কারণে দেশটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে গেছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে গেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছেন দেশটির ফুজিরা ও রাস আল খাইমা অঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থীরা। তাদের অসুবিধার কথা বিবেচনা করে ২৬ ও ২৭ জানুয়ারি অনলাইনে ক্লাস নেয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়াও বৈরি আবহাওয়ার কারণে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বাণিজ্য মেলা ‍‍‘দুবাই ফেস্টিভাল‍‍’ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকটাই কমে গেছে রাস্তাঘাটে মানুষের চলাচল। অফিস-আদালতেও কমেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি।


বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। অসময়ের এই টানা বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা।

 

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ