• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এবার কর্মী ছাটাইয়ের পথে হাটলো আইবিএম

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৭:৪৮ পিএম

এবার কর্মী ছাটাইয়ের পথে হাটলো আইবিএম

আন্তর্জাতিক ডেস্ক

বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় মার্কিন প্রতিষ্ঠানগুলো। এবার এই পথে হাঁটল যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেজ মেশিনস কর্পোরেশনও (আইবিএম)। প্রতিষ্ঠানটি ৩ হাজার ৯০০ কর্মীকে ছাঁটাই করেছে। বুধবার (২৬ জানুয়ারি) আইবিএম এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে, বছরের শেষ তিনমাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটি হয়নি।
আইবিএমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস কাভানগ রয়টার্সকে বলেছেন, গ্রাহকদের সঙ্গে কাজ করবে এমন কর্মী নিয়োগ অব্যাহত রাখবেন তারা।


উল্লেখ্য, গত বছরের শেষ তিন মাসে আইবিএমের সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসার ধীর থেকে আরও ধীর হয়েছে। কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিতে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ