প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:০৪ পিএম
জাপানের নাগাসাকি অঞ্চলে জাহাজডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে খারাপ আবহাওয়ার কারণে জাহাজডুবির ঘটনা ঘটে। জাহাজডুবির ঘটনায় অন্তত ১৭ জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হংকংয়ের নিবন্ধিত সাড়ে ৬ হাজার টনের কাঠ বহনকারী জিনটিয়ান নামের ওই জাহাজের ৫ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জাপানের নৌবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, জাহাজটির ১৪ জন সদস্য চীন এবং ৮ জন সদস্য মিয়ানমারের নাগরিক। জাহাজের ক্যাপ্টেন দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের উপকূলরক্ষীর সঙ্গে একটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টা ৪১ মিনিটে শেষবার কথা বলেন। এ সময় জাহাজডুবির আশঙ্কার কথা জানান। ক্রুরা জাহাজ ছেড়ে চলে যেতে চাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, উপকূলরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। জাহাজটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
জাপানের উপকূলরক্ষীরা বলেন, জাহাজের ক্যাপ্টেন যখন বিপদ সংকেত পাঠান সে সময় বাতাসের গতি প্রবল ছিল। তারা আরও জানিয়েছেন ঘটনাস্থলে টহল নৌকা এবং উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে বাজে আবহাওয়ার কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানিয়েছে উপকূলরক্ষীরা।
সাজেদ/এএল