• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্লাইওভারে উঠে শত শত টাকা ছুড়লেন তিনি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৩:০৮ এএম

ফ্লাইওভারে উঠে শত শত টাকা ছুড়লেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : কোট-ট্রাউজার পরা এক ব্যক্তি ব্যাগে করে টাকা নিয়ে এসে ফ্লাইওভার থেকে মানুষের দিকে ছুড়েছেন। ভারতের বেঙ্গালুরুর এক ব্যস্ত মার্কেট এলাকায় ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার দৃশ্য অনেকে ফোনে ধারণ করেছেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ফ্লাইওভারে উঠে টাকা ছুড়ছেন। এ সময় অনেক বাইকার ওই ব্যক্তির কাছে দৌড়ে এসে টাকা চাচ্ছিলেন।

টাকা ফেলে দেওয়ার সময় ফ্লাইওভারের নিচে ভিড় জমে যায়। তবে ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় ১০ টাকার নোটগুলো ছুড়েছেন বলে খবরে বলা হয়েছে। সেখানের লোকদের বরাত দিয়ে জানানো হয়, ওই ব্যক্তি মোটে তিন হাজার টাকা ছুড়েছেন।

টাকা ছুড়ে মারা ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি কেন টাকা ছুড়লেন, তাও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তিনি চলে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ