• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ২ শিশু

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০২:৪১ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

গুলি চলেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আইওয়ার একটি কিশোর-তরুণ সংশোধনকেন্দ্রে। এই ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আইওয়ার ডেস ময়নিসের অলাভজনক বেসরকারি কিশোর-তরুণ সংশোধনকেন্দ্র স্টার্টস রাইট হিয়ারে শিক্ষার্থীদের লক্ষ্য করেই হামলা চালায় তিন সন্দেহভাজন বন্দুকধারী। তাদের গুলিতে আহত হওয়া দুই শিক্ষার্থীকে হাসাপাতালে নেয়া হলে সেখানেই মারা যায় তারা। 
স্থানীয় পুলিশের সার্জেন্ট পল পারিজেক এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়। তাদের মৃত্যুর সময় স্টার্টস রাইট হিয়ারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুজনই সার্জারি চলা অবস্থায় মারা যায়।’ এই বিষয়ে তিনি আর বিস্তারিত কোনো তথ্য জানাননি।  
তবে পল পারিজেক জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অনুমান করছেন, এই ঘটনায় তিন সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালিয়েছে। গুলি করেই তারা একটি গাড়িতে করে পালিয়ে যায়। ২০ মিনিট পর তারা যানজটে আটকে পড়ে। এ সময় পুলিশ তাদের আচরণে সন্দেহ করলে তাদের আটক করা হয়। আটকের সময় একজন লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়।  
এই হত্যাকাণ্ডের কোনো মোটিফ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছেন। 


পুলিশ সার্জেন্ট পারিজেক আরও বলেছেন, ‘এসব শিক্ষার্থীদের নিরাপদ অবস্থানে থাকার কথা ছিল। এখানে যা ঘটেছে তা আমাদের পুরো সমাজের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।’

 

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ