• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আন্দামান-নিকোবরের ২১ দ্বীপের নামকরণ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ১০:১৩ পিএম

আন্দামান-নিকোবরের  ২১ দ্বীপের নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বেনামী দ্বীপের নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ২১ জন বীরের নামে দ্বীপগুলোর নামকরণ করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) পরাক্রম দিবসে পরম বীরচক্র পদক প্রদান অনুষ্ঠানে মোদি নামগুলো ঘোষণা করেন।

ভারতীয় এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মোদি অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মানে নির্মাণ হতে যাওয়া জাতীয় স্মৃতিসৌধেরও মডেল উন্মোচন করেন। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়।

আন্দামান-নিকোবর দ্বীপে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন।

২০২১ সালে ভারত সরকার ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে। স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নেতাজির জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস ঘোষণা করা হয়। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি বাঙালি এই বীর জন্মগ্ৰহণ করেন। ভারতের স্বাধীনতা অর্জনে অবিস্মরণীয় অবদান রাখেন তিনি।তার অবদানের জন্য ২১ বেনামী দ্বীপের নামকরণ করা হয়েছে।

 

এসএই/কিউ/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ