প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০১:১৭ এএম
শুক্রবার (২০ জানুয়ারি) অরুণাচল সীমান্তে নিয়োজিত চীনা সেনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ট্রিবিউন ইন্ডিয়া জানায়, রাজধানী বেইজিং থেকে ভিডিও কলে যুক্ত হন শি। সেনাদের উদ্দেশে দেয়া বক্তব্যে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। জবাবে সেনারাও নিজেদের প্রস্তুতির কথা জানায়।
এদিকে এ ঘটনার পর পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের চীনা সীমান্তসংলগ্ন আকাশসীমায় বড় পরিসরে মহড়া করার ঘোষণা দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। দেশটির অরুণাচল প্রদেশ, আসামসহ এই অঞ্চলের রাজ্যগুলোয় আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাজেদ/