• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দরিদ্র দেশগুলোর কাছে পর্যাপ্ত টিকা নেই : কোভ্যাক্স

প্রকাশিত: জুন ২২, ২০২১, ০২:৩১ পিএম

দরিদ্র দেশগুলোর কাছে পর্যাপ্ত টিকা নেই : কোভ্যাক্স

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের দরিদ্র দেশগুলোর কাছে পর্যাপ্ত টিকা নেই। টিকার অভাবে দরিদ্র দেশগুলো তাদের নাগরিকদের টিকা দিতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স কর্মসূচি থেকেও দরিদ্র দেশগুলোর বড় একটা অংশে পর্যাপ্ত টিকা সরবরাহ করা হচ্ছে না। ডব্লিউএইচও জানিয়েছে, টিকা কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত টিকার ডোজ এসব দেশের কাছে নেই।

ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস এলওয়ার্ড বলেন, ১৩১টি দেশে কোভ্যাক্স কর্মসূচি থেকে প্রায় ৯ কোটি টিকা সরবরাহ করা হয়েছে। কিন্তু যে পরিমাণ টিকার ডোজ সরবরাহ করা হয়েছে, তা দিয়ে কোনো দেশের জনগণকেই পর্যাপ্ত সুরক্ষা দেয়া সম্ভব হয়নি।

বিশ্বের ধনী দেশগুলোর কাছে প্রয়োজনের তুলনায় বেশি টিকা রয়েছে। কোনো কোনো দেশের টিকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু দরিদ্র দেশগুলো তাদের নাগরিকদের টিকা দেয়ার মতো পর্যাপ্ত টিকা পাচ্ছে না।

টিকা সংকটের মধ্যে আফ্রিকায় করোনা মহামারির তৃতীয় ঢেউ আঘাত হানছে। কোভ্যাক্স কর্মসূচির টিকার সংকট দেখা দিয়েছে। আর তাই করোনার টিকা মজুদ না করতে ধনী দেশগুলোর প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আফ্রিকা মহাদেশের খুব কম সংখ্যক মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে। এ পর্যন্ত মাত্র চার কোটি মানুষকে করোনার টিকা দেয়া সম্ভব হয়েছে। এ সংখ্যাটা মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ। 

টিকার সমবণ্টন নিশ্চিত করতে এবং দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দিতে গত বছর কোভ্যাক্স কর্মসূচি হাতে নেয়া হয়। এই কর্মসূচিতে টিকা সরবরাহ করতে ধনী দেশগুলো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। ২০২১ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে করোনার টিকার ২০০ কোটি ডোজ সরবরাহ করাই কোভ্যাক্সের লক্ষ্য। কিন্তু এ পর্যন্ত সরবরাহের পরিমাণ খুবই কম। মাত্র ৯ কোটি টিকা সরবরাহ করা হয়েছে।

শামীম/এএমকে
আর্কাইভ