• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যতক্ষণ প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র: লয়েড অস্টিন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৩:০০ এএম

যতক্ষণ প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র: লয়েড অস্টিন

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে লয়েড অস্টিন। ছবি: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক

‘কিয়েভ এবং বিশ্ব একটি সিদ্ধান্তমূলক মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ততক্ষণ পর্যন্ত সহায়তা দিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তা প্রয়োজন।’ জার্মানিতে ইউক্রেনকে সহায়তা দেয়ার লক্ষ্যে পশ্চিমা দেশগুলোর এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার (২০ জানুয়ারি) এ মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, লয়েড অস্টিন বলেছেন, ‘কিয়েভ এবং বিশ্ব বর্তমানে সিদ্ধান্তমূলক দশকের সিদ্ধান্তমূলক মুহূর্তে দাঁড়িয়ে। তাই কোনো ভুল করবেন না। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ততক্ষণ পর্যন্ত সহায়তা দিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তা প্রয়োজন।’ 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘এখন আমরা জানি যে, রাশিয়ার আগ্রাসন ক্রমেই বিজয়ের দিকে ঝুঁকছে। রাশিয়ার সেনারা তাদের ভয়ংকর আক্রমণ বাড়িয়েছে এবং অনেক নিরীহ ইউক্রেনীয়কে হত্যা করেছে। আমরা কয়েক দিন আগেও নিপ্রো শহরে আবারও রাশিয়ার নিষ্ঠুরতা দেখেছি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু রাশিয়ার নিজেদের পুনর্গঠন করছে, এখনই উপযুক্ত সময় আরও গভীরে যাওয়ার।’


ইউক্রেনে এখনই রাশিয়াকে আরও চেপে ধরা উচিত উল্লেখ করে লয়েড অস্টিন বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাশিয়া এখন নিজেদের পুনর্গঠন ও পুনরায় আক্রমণ সাজানোর চেষ্টা করছে। এখন কোনোভাবেই আক্রমণের গতি কমানো যাবে না; বরং আরও বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ আমাদের দেখছে। ক্রেমলিন আমাদের দেখছে। ইতিহাসও আমাদের দেখছে। তাই আমরা হাল ছেড়ে দেব না এবং আমরা ইউক্রেনকে রাশিয়ার সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে সাহায্য করার জন্য আমাদের সংকল্প থেকে একচুল নড়ব না।’ 

লয়েড অস্টিন বলেন, ‘ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করার জন্য নেতৃত্ব দিতে এবং আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ। রাশিয়ার হামলা ইউক্রেনের চেতনাকে ভেঙে ফেলার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করেছে।’

 


সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ