• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৮:০৫ পিএম

কঙ্গোতে নৌকা ডুবে  ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশু বোঝাইয়ের কারণে কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানায়। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ। 
কঙ্গোর কর্মকর্তারা জানান, প্রতিবেশী রিপাবলিকান অব কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে লুলঙ্গা নদীতে ডুবে যায় নৌকাটি।
যে অঞ্চলে নৌকাটি ডুবে যায়, সেখানকার সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী পক্ষগুলোর প্রেসিডেন্ট জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৪৫ জন।
তার ভাষ্য, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পারাপার ছাড়া কোনো বিকল্পও নেই।


ওয়াঙ্গেলা বলেন, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিল।
কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে নৌকা ডুবে বিপুল প্রাণহানি নতুন কিছু নয়। সেসব এলাকায় সড়কপথে সময়মতো পৌঁছানো অসম্ভব। যাত্রীবাহী নৌকাগুলোর বেশির ভাগই পণ্যের পাশাপাশি যাত্রীতে বোঝাই থাকে, যাদের অনেকে সাঁতার জানে না।

 

 

এনএমএম/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ