• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাস্তায় যানজট তাই মেট্রোয় চেপে বিয়ের আসরে কনে

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৩:২৩ পিএম

রাস্তায় যানজট তাই মেট্রোয় চেপে বিয়ের আসরে কনে

আন্তর্জাতিক ডেস্ক

নির্ধারিত সময়ে বিয়ের মণ্ডপে না পৌঁছতে পারলে লগ্নভ্রষ্টা হবেন। তাই কোনো কিছু না ভেবেই কনে এবং তার কয়েকজন সহযাত্রী উঠে পড়লেন মেট্রোয়। বিরল এ ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। বিয়ের সাজে কনেকে মেট্রোয় দেখে বিস্মিত সাধারণ যাত্রীরা!

বিয়ের কনে মেট্রোয় চেপে ছাদনাতলায়, এই দৃশ্য একেবারেই বিরল। ফলে এই ঘটনা ক্যামেরাবন্দি করতে পিছপা হননি সহযাত্রীরা। ফলে মুহূর্তের মধ্যে ভাইরালও হয়েছে ভিডিওটি। তবে কেন এমন ঘটনা, সকলের মধ্যেই উঠছে প্রশ্ন।

বেঙ্গালুরুতে দিনের পর দিন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যে কারণে যাত্রীদের প্রতিদিন যানজটে পড়তে হয়। ঘটনার দিনে শহরের রাস্তায় তীব্র যানজটের মুখে পড়ে কনের গাড়ি। দীর্ঘক্ষণ গাড়িতে তারা অপেক্ষার পর মেট্রোয় গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এরপরই কনে তার কয়েকজন সঙ্গী ও পরিবারের লোকজনের সঙ্গে মেট্রোয় উঠে পড়েন।

হাসিমুখে কনেযাত্রীদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে কনেকে। পরে জানা যায়, নির্বিঘ্নে বিয়ে সম্পন্ন হয়েছে ওই কনের।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ