• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুতিন কি জীবিত, সন্দেহ জেলেনস্কির

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০২:১২ পিএম

পুতিন কি জীবিত, সন্দেহ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই যে, তিনি আদৌ বেঁচে আছেন কি না।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অনলাইন সম্প্রচারিত এক ভাষণে তিনি এ সন্দেহ পোষণ করেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক অনলাইন বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) বেঁচে আছেন কিনা তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তিনিই কি সিদ্ধান্ত নেন, নাকি অন্য কেউ, একটি নির্দিষ্ট গোষ্ঠী। আমার কাছে কোন তথ্য নেই।’

জেলেনস্কি সম্মেলনে পুতিনকে উদ্দেশে আরও বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না আপনি কীভাবে ইউরোপীয় নেতাদের একটি বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারেন এবং পরের দিন অন্য দেশে একটি পরিপূর্ণ আক্রমণ শুরু করতে পারেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমরা আসলে কার সঙ্গে কাজ করছি।’ 

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে জয়ী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবুর্গে শ্রমিকদের একটি কারখানায় দেয়া ভাষণে পুতিন বলেন, ‘ইউক্রেনে জয় নিশ্চিত, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। রুশ নাগরিকদের সংহতি ও ঐক্য, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্ব এবং অবশ্যই সামরিক শিল্পখাতের পরিশ্রমে জয় নিশ্চিত হবে।’

রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে পুতিন বলেন, ‘আমাদের নির্ভর করার মতো কিছু আছে। জয় যে আমাদের হবে সে বিষয়ে এটি আমাদের অনুপ্রেরণা জোগায়।’

মাত্র এক সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার বদলেছেন পুতিন। গত বছর রণক্ষেত্রে একাধিক ব্যর্থতার পর এ সিদ্ধান্ত নেয় রাশিয়া।


 

এনএমএম/

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ