• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফিলিস্তিন-ইসরাইল ইস্যু নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৭:২৩ পিএম

ফিলিস্তিন-ইসরাইল ইস্যু  নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনে ভয়াবহ রকমের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্সল্যান্ড। ইসরাইলের সঙ্গে দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি থেমে আছে বলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মন্তব্য করেছেন তিনি।
ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্সল্যান্ড।  সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসে। এতে ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন ওয়েন্সল্যান্ড। জানান, ফিলিস্তিনে ভয়াবহ রকমের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক নাজুক পরিস্থিতির কারণে ইসরাইলের সঙ্গে দুই রাষ্ট্র সমাধানের বিষয়টিও থমকে আছে বলে জানান তিনি। পাশাপাশি পশ্চিমতীর ও এর আশপাশের এলাকায় ইসরাইলি সেনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বিষয়টি নিয়েও অভিযোগ জানান ওয়েন্সল্যান্ড। সাধারণ মানুষের যেকোনো বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আরও ‘সংযত আচরণের’ আহ্বান জানান জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী ওয়েন্সল্যান্ড। সেইসঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলার দ্রুত বিচার করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।  
বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কা না করেই নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদানের পাল্টা দাবি, কেবল তেল আবিবকে টার্গেট করেই সবসময় জাতিসংঘে নিন্দা প্রস্তাবের বিষয়টি উত্থাপিত হয়।  
বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরও বলেন, জাতিসংঘের সিদ্ধান্তকে সম্মান জানায় না ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।  


তবে ইসরাইলি রাষ্ট্রদূত পাল্টা অভিযোগ করে বলেন, বিশ্বের বহু দেশ মানবতাবিরোধী এবং পরমাণু অস্ত্র মজুতের মতো ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়না। তেল-আবিবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি নিন্দা প্রস্তাব আনা হয় বলে দাবি করেন তিনি। 

 

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ