• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত, নিহত ২০

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৪:৪৪ পিএম

আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র শীতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের জনজীবন সংকটে পড়েছে। বুধবার (১৮ জানুয়ারি) ভয়াবহ তুষারপাতে ঠাণ্ডার কারণে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২০ জন। খাদ্য সংকটে মানবেতর জীবনযাপনের মধ্যই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

তুষারপাতে আফিগানিস্তানের বিভিন্ন রাস্তায় বরফের স্তর জমা পড়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন রাস্তা। ঠাণ্ডার কারণে এরই মধ্যে দেশটির ১৫টি প্রদেশে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আরও অর্ধশতাধিক। বাদঘিস প্রদেশে ঠাণ্ডায় মারা গেছে ৪ হাজারের বেশি গবাদিপশু।

এরই মধ্যে সবচেয়ে বেশি বিপাকে রাজধানী কাবুলের নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা নেমে গেছে সর্বনিম্ন মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রাই মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, তিক্ত ঠাণ্ডা আবহাওয়ার দ্বারা প্রভাবিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে জাবুল, গজনি, হেরাত, পাঞ্জশের, লাঘমান, কুনার, নুরিস্তান, পাকতিয়া, ঘোর, কান্দাহার, বাঘলান, নানগারহার, কাপিসা, পারওয়ান এবং বামিয়ান।

তীব্র তুষারের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই খাদ্য সংকটের কারণে মানবিক বিপর্যয়ের মুখে আফগানরা। তার ওপর তীব্র ঠাণ্ডায় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এমন এক সময় আফগানিস্তানে তীব্র শীত দেখা দিলো যখন, দেশটির জনগণ তালেবান শাসনের অধীনে দারিদ্র্য, বেকারত্ব এবং নারী অধিকারের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে।

 

 

এনএমএম/

আর্কাইভ