• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

প্লেনের জরুরি দরজা খুলে ফেললেন যাত্রী, তদন্তের নির্দেশ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০২:২২ পিএম

প্লেনের জরুরি দরজা খুলে ফেললেন যাত্রী, তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ইন্ডিগোর একটি ফ্লাইটের জরুরি দরজা খুলে ফেলেছেন এক যাত্রী। গত বছরের ১০ ডিসেম্বর ঘটে যাওয়া ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)।

জানা গেছে, চেন্নাই থেকে তিরুচিরাপল্লিগামী ইন্ডিগোর ‘৬ই ৭৩৩৯’ প্লেনটিতে যাত্রীরা উঠছিলেন। সেই সময় জরুরি দরজা খুলে ফেলেন এক যাত্রী।

এ বিষয়ে দেওয়া বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, ‘গত ১০ ডিসেম্বর, ২০২২, এক যাত্রী চেন্নাই থেকে তিরুচিরাপল্লিগামী বিমানের জরুরি দরজা খুলে ফেলেন। যদিও সঙ্গে সঙ্গেই তিনি এ কাজের জন্য ক্ষমাপ্রার্থনা করেন। এজন্য প্লেনে প্রয়োজনীয় প্রযুক্তিগত নিরীক্ষণের কাজ করানো হয়। ওই ঘটনায় সে সময় ফ্লাইটটি ছাড়তে বিলম্ব হয়।’

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার প্লেনে সহযাত্রীর গায়ে মদ্যপ অবস্থায় প্রস্রাব করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন এক যাত্রী। এই ঘটনায় বেশ তোলপাড় হয়। অভিযুক্ত ব্যক্তি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার পর সেই চাকরি হারান তিনি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লি বিমানবন্দরের মধ্যে এক যাত্রী প্রকাশ্যে প্রস্রাব করার চেষ্টা করেন। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি অবশ্য পরে জামিন পান।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ