• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ইন্দোনেশিয়ার উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৪:৩৯ পিএম

ইন্দোনেশিয়ার উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণ-দক্ষিণপূর্বে, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে।

শুরুতে ইউএসজিএস জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৪৮ কিলোমিটার গভীরে। পরে এই তথ্য সংশোধন করে সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে ছিল।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূবিদ্যা বিষয়ক সংস্থাও (বিএমকেজি) ভূমিকম্পটি ৬ দশমিক ২ মাত্রার ছিল বলে উল্লেখ করেছে এবং ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে।

এদিকে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই।

 

সাজেদ/

আর্কাইভ