• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বে করোনা ভাইরাসে কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৪:৩৩ পিএম

বিশ্বে করোনা ভাইরাসে কমেছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দুই শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৪৮ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২২ জন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ৪১৫ জন।

corona

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ৩৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭০ জন এবং মারা গেছেন ৩১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৬৬ জন।

বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৮৯ জন।

 

সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ