• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আফগানে সাবেক এমপিকে গুলি করে হত্যা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৪:১৩ পিএম

আফগানে সাবেক এমপিকে গুলি করে হত্যা

মার্শাল নাবিজাদা। ছবি: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কাবুলে দেশটির সাবেক এক এমপি ও তার দেহরক্ষীকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। আফগান পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর দেশটিতে যে কয়েকজন সাবেক নারী এমপি অবস্থান করছেন তার মধ্যে মার্শাল নাবিজাদা (৩২) একজন।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার (১৫ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে। এতে তার ভাই ও আরেক দেহরক্ষীও আহত হয়েছেন।

nabizada copy

নবীজাদার সাবেক সহকর্মী তার প্রশংসা করে আফগানিস্তানের ভয়হীন চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছে। কেননা, তালেবান ক্ষমতায় আসার পরও তিনি আফগানিস্তান ত্যাগ করেননি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জার্দান বলেছেন, নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত গুরুতর সহকারে শুরু করেছে।

 

সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ