• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন আফগান প্রেসিডেন্ট

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৫:২৯ পিএম

বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহার শুরু হতে আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ অনেক বেড়েছে। বিষয়ে আলোচনার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জাতীয় ঐকমত্যের জন্য গঠিত শীর্ষ কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন। আগামী শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হবে।

মুখোমুখি অনুষ্ঠিতব্য বৈঠকে যুক্তরাষ্ট্র আফগান জনগণের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে সে বিষয়ে গনি আবদুল্লাহকে আশ্বস্ত করার চেষ্টা করবেন বাইডেন। ছাড়া দেশটি সশস্ত্র গোষ্ঠীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে না বলেও নিশ্চয়তা দেবেন বাইডেন। রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট গনি . আবদুল্লাহর সফরে সেনা সদস্য প্রত্যাহারের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের টেকসই অংশীদারিত্ব নিয়ে বৈঠকে আলোকপাত করা হবে।

গত এপ্রিলে বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তারপর থেকেই দেশটিতে তালেবানের হামলা অনেক বেড়েছে। প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। দেশটির ৪০টি জেলা দখলে নিয়েছে বলেও দাবি করছে তালেবান।

দিকে যুক্তরাষ্ট্রে আশরাফ গনি আবদুল্লাহ আবদুল্লাহর সফরকেনিষ্ফলবলে উল্লেখ করেছে তালেবান। ছাড়া দলটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘তারা (গনি আবদুল্লাহ) তাদের ক্ষমতা ধরে রাখা ব্যক্তিগত স্বার্থের জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।তিনি বলেন, ‘এতে আফগানিস্তানের কোনো উপকার হবে না।

সফর সম্পর্কে প্রেসিডেন্ট গনির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা বলেছেন, সেনা প্রত্যাহারের পরও যেন যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে সহযোগিতা দেয়া অব্যাহত রাখে তা নিশ্চিত করতে চাইবেন আশরাফ গনি।

তালেবান আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনার মধ্যেই বাইডেনের সঙ্গে আফগান প্রেসিডেন্টের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারে অনুষ্ঠিত ওই শান্তি আলোচনা তেমন কোনো আলোর মুখ দেখেনি।

কর্মকর্তারা ওই স্থবির আলোচনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, তালেবান এখন পর্যন্ত কোনো লিখিত শান্তি প্রস্তাব জমা দেয়নি, যা মূল আলোচনার সূচনাকারী পয়েন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে।

শামীম/এম. জামান

আর্কাইভ