• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভারতের সাবেক মন্ত্রী শরদ যাদব আর নেই

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৫:২৩ পিএম

ভারতের সাবেক মন্ত্রী শরদ যাদব আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আরজেডি নেতা শরদ যাদব ৭৫ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) টুইটারে শরদ যাদবের মারা যাওয়ার খবর জানান তার কন্যা সুভাষিণী। টুইটারে তিনি লিখেছেন, ‘বাবা আর নেই।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হঠাৎ অসুস্থ হলে তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ১৯ মিনিটে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সংজ্ঞাহীন অবস্থায় গুরুগ্রামের ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে শ্রী শরদ যাদবকে আনা হয়েছিল। পরীক্ষায় তার নাড়ির স্পন্দন বা রক্তচাপ ধরা পড়েনি। নিয়ম মোতাবেক তাকে সিপিআর দেয়া হয়। সব রকমের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।’

শরদ যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘শরদজি মারা যাওয়ায় আমি গভীরভাবে ব্যথিত। দীর্ঘ জীবনে তিনি নিজেকে একজন সাংসদ এবং মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে, তা সবসময় মনে থাকবে। তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা।’

এ ছাড়া শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটবার্তায় জানান, ‘শ্রী শরদ যাদবের মৃত্যুর খবর শুনে আমি ভারাক্রান্ত। একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ এবং অত্যন্ত সম্মানিত সহকর্মী ছিলেন তিনি এবং তার কাজ সবার মধ্যে বেঁচে থাকবে। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল।’

জানা যায়, লোকসভায় সাতবারের সাংসদ ছিলেন শরদ যাদব। এ ছাড়া রাজ্যসভায় তিনবারের সাংসদ ছিলেন এই প্রবীণ নেতা। ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেডিইউর জাতীয় সভাপতি ছিলেন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল শরদকে। ২০১৮ সালে তিনি নিজের দল গঠন করেন। দলের নাম দেন ‘লোকতান্ত্রিক জনতা দল’। যদিও দু-বছর পর দলটি লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে এক হয়ে যায়।

শরদ যাদবের জন্ম ভারতের মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার বাবাই গ্রামে। মধ্যপ্রদেশে জন্ম হলেও তার রাজনৈতিক জীবন ছিল বিহারকেন্দ্রিক।

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ