প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৫:১৫ এএম
বুধবার (১১ জানুয়ারি) প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এক সংবাদ সম্মেলনে উইদোদো বলেন, ‘রাষ্ট্রের প্রধান হিসেবে আমি পরিষ্কার মনে এবং আন্তরিকভাবে স্বীকার করছি যে, অতীতের অনেক ঘটনায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত।’
উইদোদো মূলত ১৯৬৫ সাল থেকে ২০০৩ সালের মধ্যে ঘটা ১২টি মানবাধিকার লঙ্ঘনের ‘দুঃখজনক’ ঘটনার উল্লেখ করে এ দুঃখ প্রকাশ করেছেন।
এর মধ্যে ১৯৯০ এর দশকের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় গণতান্ত্রিক কর্মীদের অপহরণের বিষয়টি রয়েছে।
১৯৬০-এর দশক থেকে ২০০৩ সাল সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় প্রায় ৫ লাখ মানুষ হত্যার শিকার হয়েছে বলে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানা যায়।
সাজেদ/