• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খাবারে সাপ, অসুস্থ ৩০ স্কুল শিক্ষার্থী

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ১০:৩৫ পিএম

খাবারে সাপ, অসুস্থ ৩০ স্কুল শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারে সাপ পাওয়া গেছে। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩০ জন শিক্ষার্থী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 
সোমবার (৯ জানুয়ারি) বীরভূম জেলার ময়ূরেশ্বরের মণ্ডলপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, খাবারে সাপ পাওয়া গেছে শুনে বমি করতে শুরু করে শিক্ষার্থীরা। অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সোমবার (৯ জানুয়ারি) মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ করা হচ্ছিল। ঠিক তখনই ডালের বালতিতে একটি মৃত সাপ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খাদ্য বিতরণ বন্ধ করে দেওয়া হয়।
ব্লক উন্নয়ন কর্মকর্তা দিপাঞ্জন জানা বলেন, স্কুলের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিভাবক ও গ্রামবাসীরা অভিযোগ জানান। ঘটনাটি জেলা পরিদর্শককে জানানো হয়েছে। তিনি ১০ জানুয়ারি স্কুল পরিদর্শন করবেন।

 
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলে ছুটে আসেন। বিক্ষুব্ধ জনতা স্কুলে ভাঙচুর চালায়।

 

 

বিএ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ