প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০১:৫৮ এএম
ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভের কারণে আরও তিনজনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । সোমবার( ৯ জানুয়ারি) ইরানের বিচার বিভাগ এই তথ্য জানায়। খবর এনডিটিভির।
তবে এসব ব্যক্তি দেশটির সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত তিন মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে। এর পরেই একের পর একেক জনকে মৃত্যুদণ্ড দিচ্ছে। ইতোমধ্যে এই সংখ্যা ১৭-তে পৌঁছেছে। এরই মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটির বিচার বিভাগ তাদের অনলাইন নিউজ ওয়েবসাইটে মিজান বলছে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাঈদ ইয়াঘুবি। তাদেরকে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
এআরআই