প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৮:৩২ পিএম
প্রতিশোধমূলক হামলা চালিয়ে ইউক্রেনের ৬০০ সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রাশিয়ার এ দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার (৮ জানুয়ারি) পূর্ব দোনেস্ক অঞ্চলের ক্রামতোস্কে এলাকায় ইউক্রেনের দুই অস্থায়ী ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত সপ্তাহে মাকিভকাতে ইউক্রেনের হামলায় কয়েক ডজন রুশ সেনা নিহতের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
তবে ক্রামতোস্কে এলাকায় রাশিয়ার হামলায় সেনা হতাহতের দাবি অস্বীকার করেছে ইউক্রেন। এ ছাড়া রাশিয়ার দাবিকে `মিথ্যাচার` বলেও উল্লেখ করেছে তারা। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সার্হি চেরেভাতি বলেন, `এটি রাশিয়ার আরেকটি মিথ্যাচার।’
পূর্বে ইউক্রেনের বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ক্রামতোস্কে এলাকায় রাশিয়ার হামলায় শুধু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কোনো ক্ষতি হয়নি।
সাজেদ/