• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পথশিশুদের পছন্দের কার্টুন দেখতে দিয়ে মন কাড়লেন দোকানের ম্যানেজার

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০১:৪৯ এএম

পথশিশুদের পছন্দের কার্টুন দেখতে দিয়ে মন কাড়লেন দোকানের ম্যানেজার

আন্তর্জাতিক ডেস্ক

মায়া ও মমতা এমন দু’টি বৈশিষ্ট্য যা আমাদের মানুষ বানায়। কেউ কারও প্রতি মানবিক আচরণ করলে সেটি অন্য মানুষের প্রাণ জুড়ায়। হোক সেটি ছোট অথবা বড়। তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খুব ছোটো একটি ঘটনার ভিডিও মন কেড়েছে সবার।

ভিডিওটিতে দেখা যায়, একটি টিভির দোকানের বাইরে দু’টি শিশু বসে আছে। তাদের ম্যানেজার জিজ্ঞেস করছেন কোন কার্টুনটি তাদের পছন্দ। একটি শিশু হাত দিয়ে ইশারা দেওয়ার পর তার পছন্দের কার্টুনটি ছেড়ে দেন তিনি। ঘটনাটি ভারতের।

আড়াল থেকে ভিডিওটি ধারণ করেন অপর এক ব্যক্তি। আর এটি প্রকাশ করা হয় গৌতম ত্রিবেদী নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। তিনি জানিয়েছেন, ওই দোকানের ম্যানেজার প্রতিদিন সন্ধ্যায় পথশিশুদের কার্টুন দেখতে দেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, ‘প্রতিদিন সন্ধ্যায় দোকানের ম্যানেজার পথশিশুদের তাদের পছন্দের কার্টুন দেখতে দেন।’

ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘তার কাছ থেকে এটি খুব ছোটো একটি কাজ। কিন্তু শিশুদের জন্য এটি হবে মনে রাখার মুহূর্ত।’ আরেকজন লিখেছেন, ‘খুব পছন্দ হয়েছে বিষয়টি। এটি দেখাচ্ছে এখনো মানবতা বেঁচে আছে।’

অপর এক ব্যক্তি লিখেছেন, ‘সত্যি এটি আমার দিনটিকে ভালো করে দিল। কি অসাধারণ কাজ। এ ধরনের সাধারণ কর্মই পৃথিবীতে মানবতা বাঁচিয়ে রাখে। অজানা ওই ম্যানেজারকে ধন্যবাদ।’

ভিডিওটি ভারতের কোন রাজ্যে ধারণ করা হয়েছে সেটি অবশ্য উল্লেখ করেননি ওই টুইটার ব্যবহারকারী।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ