• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৮

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০১:২৬ এএম

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) সেনেগালের কাফরিন শহরে এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় পুলিশের বরাতে আল জাজিরা জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।


পরে আহতদের উদ্ধার করে কাফরিন হাসপাতালে নিয়ে গেলে সেখানেও অনেকে মারা যান। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


স্থানীয় প্রশাসক ও সরকারি কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করছে। দেশটির দমকল বিভাগের প্রধান কর্নেল চেখ ফাল বলেছেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। ১২৫ জন যাত্রীর মধ্যে ৩৮ জনই মৃত্যুবরণ করেছেন।

সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। চালকের অসতর্কতা, খারাপ রাস্তা এবং যানবাহনের কারণে দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। 

 

সাজেদ/

আর্কাইভ