• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গাড়ির নিচে শিশুকে টেনে হিচড়ে নিয়ে গেলো এক কিলোমিটার!

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১১:২৫ পিএম

গাড়ির নিচে শিশুকে টেনে হিচড়ে নিয়ে গেলো এক কিলোমিটার!

আন্তর্জাতিক ডেস্ক

গাড়ির নিচে চাপা পড়ার পর এক শিশুকে এক কিলোমিটার পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে গেলো একটি গাড়ি। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

শুক্রবার সন্ধ্যায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম কেতন কুমার। বয়স ১৫ বছর।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মোড়ে বাঁক নেয়ার সময় হঠাৎ গাড়িটির পিছনে ওই শিশুর পা আটকে যায়। এর পর তাকে টেনে হিচড়ে নিয়ে যায় ওই গাড়িটি।

এ সময় আশপাশের মানুষ চিৎকার করে ওই গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে তিনি কারও ডাক শোনেননি।

প্রায় এক কিলোমিটার দূরে যাওয়ার পর একটি মার্কেটের সামনে গাড়ি থামাতে বাধ্য হন চালক। পরে তাকে ধরে মারধর করে জখম করেন স্থানীয়রা। গাড়িটিও বেশ ভাঙচুর করা হয়।

পুলিশ জানিয়েছে, হিচড়ে নিয়ে যাওয়া ওই শিশু এখন হাসপাতালে ভর্তি। মারাত্মকভাবে আহত হয়েছে শিশুটি। 

আর্কাইভ