• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রেসিডেন্টের সেই ভিডিও টিভিতে প্রচার, ৬ সাংবাদিক আটক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৯:১১ পিএম

প্রেসিডেন্টের সেই ভিডিও টিভিতে প্রচার, ৬ সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় সংগীত পড়ার সময় নিজের প্যান্টে প্রস্রাব করে দিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। আর এ ভিডিও ভাইরাল হয়ে গেছে দেশজুড়ে। সামাজিক মাধ্যমগুলোতেও হাসির খোরাকে পরিণত হয়েছেন এই প্রেসিডেন্ট। 

এবার এই ভিডিও টিভিতে প্রচারের দায়ে ৬ সাংবাদিককে আটক করেছে দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের। 

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত পাঠের সময় সবাই জড়ো হয়েছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই জড়ো হয়েছে। ডান হাত বুকে রেখে প্রেসিডেন্টও জাতীয় সংগীত পাঠে ব্যস্ত। তবে তৎক্ষণাৎ প্রস্রাব করে দেন প্রেসিডেন্ট। এ সময় আশপাশের অনেকেই তার দিকে কৌতুহলের দৃষ্টিতে তাকান। 

শুক্রবার কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্ট-সিপিজে জানিয়েছে, আটককৃত সাংবাদিকদের সবাই দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএসবিসির সাংবাদিক। আটককৃতদের অননুমোদিত ভিডিও ধারণের অভিযোগ দেয়া হয়েছে। 

আর্কাইভ