• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগের কর্মসূচিতে মঞ্চ ভেঙে আহত ৮

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০১:৪০ এএম

ঢাবিতে ছাত্রলীগের কর্মসূচিতে মঞ্চ ভেঙে আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে আহত অন্তত ৮ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিন বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এতে ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঢামেকে চিকিৎসা নেয়া আহতরা হলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক নেতা শেখ আনিসুজ্জামান রানা, বিএমএ’র কার্যনির্বাহী সদস্য ডা. মো. জাবেদ, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, সাবরিনা চৌধুরী এবং ঢাবির বঙ্গবন্ধু হলের সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাধন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তারা সবাই সামান্য আহত। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ