• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুলাইমানের দাঁতে কত শক্তি! (ভিডিও ভাইরাল)

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৭:৩০ পিএম

সুলাইমানের দাঁতে কত শক্তি! (ভিডিও ভাইরাল)

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের একটি সড়কে মোহাম্মদ সুলাইমান নামে এক ব্যক্তি সাড়ে ১৫ হাজার কেজি ওজনের একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এ ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ট্রাকের সামনের বাম্পারে রশি বেঁধে দাঁত দিয়ে সেই ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন তিনি।

এ সময় তার আশপাশে থাকা কয়েকজন সেটির ভিডিও করছেন। দাঁত দিয়ে ট্রাক টেনে নেওয়ার এ ঘটনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। ভিডিওটি গিনেস কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে। খবর এনডিটিভির।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মিসরের একটি সড়কে দাঁতের সঙ্গে রশি বেঁধে ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন সুলাইমান। অনেকে আবার সুলাইমানের দন্তচিকিৎসক  কে? সেটি জানতে চেয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, আশরাফ মাহরুস মোহাম্মদ সুলাইমান ২০২১ সালের ১৩ জুন মিসরের ইসমাইলিয়া এলাকায় দাঁত দিয়ে গাড়ি টেনে নেওয়ার রেকর্ড করেন। প্রথমে একক অর্জনের জন্য রেকর্ড গড়ার চেষ্টা করেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে— ‘দাঁত দিয়ে সবচেয়ে ভারি (১৫ হাজার ৭৩০ কেজি) যান টেনে নেওয়া আশরাফ সুলাইমান।

দুদিন আগে শেয়ার হওয়ার পর ভিডিওটি ইতোমধ্যে চার লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে লাইক পড়েছে ২৫ হাজারের বেশি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ