• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নেপালের ওপর খেপেছে চীন

প্রকাশিত: জুন ২০, ২০২১, ০৪:৪১ পিএম

নেপালের ওপর খেপেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের ওপর বেজায় খেপেছে চীন। রোববার (২০ জুন) এমনই এক খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও হিন্দুস্তান টাইমস। 

এতে বলা হয়, চীনের তৈরি সিনোফার্মের করেনা টিকার প্রতি ডোজের দাম ১০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ টাকা। এই দামেই চীনের কাছ থেকে টিকা কেনার পরিকল্পনা করছে নেপাল। এরই মধ্যে নেপালের ক্ষমতাসীন কে পি শর্মা ওলি সরকার চীন থেকে ৪০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা কেনার চুক্তি করে।

এক্ষেত্রে টিকা উৎপাদনকারী সংস্থা সিনোফার্মের শর্ত ছিল- এই টিকার ক্রয়মূল্য ও সরবরাহ সংক্রান্ত সব তথ্য গোপন রাখবে নেপাল। কিন্তু এরই মধ্যে টিকার এই ক্রয়মূল্য সামনে এনেছে বেশ কয়েকটি নেপালি সংবাদমাধ্যম। এতেই খেপেছে চীন। এছাড়া দেশটির কয়েকটি সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে সিনোফার্ম।

জি নিউজের খবর থেকে জানা গেছে, দাম প্রকাশ হয়ে যাওয়ার পেছনে নেপালের সরকারের দোষই দেখছে বেইজিংয়ের নীতিনির্ধারকরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যেই এ ব্যাপারে সতর্ক করেছে কাঠমাণ্ডুর চীনা দূতাবাস। এরপরই চীনের মনোভাব বুঝতে পেরে অতিদ্রুততার সঙ্গে একটি বিবৃতি দেয় নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইংরেজিতে দেয়া ওই বিবৃতিতে টিকার মূল্য নিয়ে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভুল বলে দাবি করা হয়।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কৃষ্ণপ্রসাদ পাউদেল জানিয়েছেন, ‘টিকার দাম ও অন্যান্য বিষয় যেভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা উদ্বেগজনক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর ইস্যু। এখন এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে আমরা আসলেই টিকা পাবো কিনা, সে বিষয়েও আমরা চিন্তিত।’

ড. কৃষ্ণপ্রসাদ পাউদেল বলেন, ‘টিকা নিয়ে চীনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর আগেই বিষয়টিতে একটু বেশিই আগ্রহ দেখিয়েছে গণমাধ্যমগুলো। এ বিষয়ে আমরা চিন্তিত।’ 

টিআর/নির্জন
আর্কাইভ