• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নাইজেরিয়ায় নৌকা ডুবির ঘটনায় ১০ জনের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ১২:১৬ এএম

নাইজেরিয়ায় নৌকা ডুবির ঘটনায় ১০ জনের মৃত্যু

নাইজার নদী। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে নৌকা ডুবির ঘটনায় বুধবার ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই করায় নৌকাটি ডুবে যায়। খবর বিবিসি।

বোটটি নাইজার নদীর উপর একটি খামার থেকে ফিরে আসা যাত্রীদের নিয়ে যাচ্ছিল এবং কোকো-বেসে জেলার সামানাজি গ্রামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি ভেঙে অর্ধেক যায়। নৌকাটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিল।

নাইজেরিয়াতে প্রায়ই নৌকা ডুবের ঘটনা ঘটে। দেশটিতে চলাচলের জন্য নৌকা সহজলভ্য হওয়াতে একসঙ্গে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচলের কারণে প্রায়ই দেশটিতে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, দেশটির কর্তৃপক্ষ এ নিয়ে কখনও কঠোর আইন জারি করেনি।

এআরআই

আর্কাইভ