• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

এবার ১৬ হাজার টাকায় বিক্রি হ‌লো পদ্মার এক রুই

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১২:৪৬ এএম

এবার ১৬ হাজার টাকায় বিক্রি হ‌লো পদ্মার এক রুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকা‌লে মাছ‌টি পদ্মা নদীর দৌলতদিয়া একালায় মাধব হালদারের জা‌লে ধরা প‌ড়ে। মাছ‌টি ১ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান।

রাজবাড়ী গোয়াল‌ন্দ উপজেলার দৌলত‌দিয়া এলাকায় পদ্মা নদীতে মাধব হালদাল না‌মে জে‌লের জা‌লে ধরা প‌ড়ে‌ ১০ কে‌জি ৫০০ গ্রাম ওজনের রুই মাছ।

মাছ ব‌্যবসায়ী মো. শাজাহান শেখ ব‌লেন, মাছ‌টি দৌলতদিয়া আড়তে আনলে সরাসরি জে‌লে মাধব হালদারের কাছ থে‌কে ১৬ হাজার টাকায় আমি কিনে রাখি। দুপুরে ঢাকায় এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে একটু লাভে বিক্রি করি। মাঝে মধ্যেই পদ্মায় বিভিন্ন প্রকারের বড় সাইজের মাছ ধরা পড়ে।

আর্কাইভ