• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুই ফিলিস্তিনিকে মেরে বছর শুরু ইসরায়েলি সেনাদের

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৩:৩৭ এএম

দুই ফিলিস্তিনিকে মেরে বছর শুরু ইসরায়েলি সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েল সেনারা। নিহত ওই দুজন হলেন, মোহাম্মাদ সামার হোসিয়া (২২) এবং ফুয়াদ মোহাম্মাদ আবেদ (২৫)। সোমবার (২ জানুয়ারি) সকালে এই দুই যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের অভিযানে আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কয়েক মাস আগে ইসরায়েল সেনাবাহিনীর চেক পয়েন্টে হামলায় একজন ইসরায়েলের সৈন্য মারা যায়। এর জের ধরে রোববার রাতে কুফর দানে সেনাবাহিনীর সঙ্গে একটি গ্রুপের সংঘর্ষ হয়। এরপরই ইসরায়েল সেনাবাহিনী পশ্চিম তীরে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ঘর ভেঙে দেয়। এবং দুজনকে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কুফর দানে অভিযান পরিচালনা করার সময় তাদের ওপর দুই যুবক হামলা চালায়। হামলায় গুলিসহ রকেট ও বোমা ছোড়া হয়। পরে সেনাবাহিনীর পাল্টা হামলায় ওই দুই যুবকের মৃত্যু হয়।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ