• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টরের মধ্যে সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১১:০৬ পিএম

অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টরের মধ্যে সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই হেলিকপ্টরের নয় যাত্রী। দেশটির গোল্ড কোস্ট সিওয়ার্ল্ডের কাছে এ ঘটনা ঘটে। কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিসেবা এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, আহতদের মধ্যে এক নারী ও দুই কিশোরের অবস্থা খুবই গুরুত্বর। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, অস্ট্রেলিয়ার দক্ষিণ ব্রিসবেন থেকে ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দূরে মেইন বিচে স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  কী কারণে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টর উড্ডয়ন করছিল এবং অপরটি অবতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পরই অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। আগামী ছয় অথবা আট সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এআরআই

আর্কাইভ