• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বর্নিল সাজে ২০২৩

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৯:৩৫ পিএম

বর্নিল সাজে ২০২৩

২০২৩ সালের আদলে বানানো চশমা পরে উদ্‌যাপনে অংশ নেন এক নারী।

আন্তর্জাতিক ডেস্ক

২০২২ কে সারাবিশ্ব বিদায় জানালো বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। একইসঙ্গে বর্ণিল সাজ, আতশবাজির ঝলকানি আর বেলুন ওড়ানোর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ২০২২ সালকে বিদায় এবং ২০২৩ সালকে স্বাগত জানাতে মধ্যরাতে হাজারো মানুষ বিভিন্ন শহরের রাস্তায় জড়ো হয়। সবার আগে নতুন বছরকে বরণ করে নিয়েছে সময়ের দিক থেকে এগিয়ে থাকা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি। এক ঘণ্টা পর ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় জড়ো হয়ে আতশবাজির ঝলকানিতে বর্ষবরণ করেছেন সেখানকার বাসিন্দারা। এরপর ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতেও খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপিত হয়েছে। সময়ের দিক থেকে পিছিয়ে থাকায় আমেরিকার মানুষ এখনো বর্ষবরণের অপেক্ষায় আছে।

বিশ্বের বিভিন্ন দেশে কীভাবে বর্ষবরণ হলো, তা রয়টার্সের কয়েকটি ছবিতে দেখে নেওয়া যাক।

 

২০২৩ সালকে স্বাগত জানাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় জড়ো হয় মানুষ।

জাপানের টোকিও শহরে বেলুন উড়িয়ে নববর্ষ উদ্‌যাপন করা হয়।

হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে আতশবাজির ঝলকানি।

থাইল্যান্ডের ব্যাংককে একটি বৌদ্ধ মন্দিরে নববর্ষ উপলক্ষে আলোকসজ্জা ও আতশবাজির ঝলকানি।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শিশুকে কাঁধে চড়িয়ে নববর্ষ উদ্‌যাপনে অংশ নেন এই ব্যক্তি।

চীনের উহানে করোনার সংক্রমণ হঠাৎ বাড়ছে। এর মধ্যেই বেলুন উড়িয়ে বর্ষবরণে অংশ নেন সেখানকার মানুষ।

লন্ডনে আতশবাজি প্রদর্শনীতে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্কটল্যান্ডের এডিনবরায় বৃষ্টি উপেক্ষা করে নববর্ষ উদ্‌যাপনে অংশ নেয় মানুষ।

 

 

 

এনএমএম/

 

 

 

 

  • বিষয়:
  • 2023

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ