• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ৬৩

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:১৮ পিএম

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ছেই। সবশেষ খবর পর্যন্ত দেশটিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ২৮ জন। এর আগে ঠাণ্ডা ও তুষারপাতের কারণে পিচ্ছিল হয়ে যাওয়া সড়কে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কমপক্ষে ৫৭ জনের প্রাণহানি খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
দেশজুড়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালের ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে তুষারঝড়ের কারণে কানাডার বিভিন্ন প্রদেশে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের ওপর দিয়ে আবার বয়ে যায় শক্তিশালী তুষারঝড়। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, অনেক জায়গায় ৫০ ইঞ্চির ওপরে তুষারপাত রেকর্ড হয়েছে। সবকিছু তুষারে ঢেকে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছেন।

এদিন সকাল থেকেই রাস্তাঘাট থেকে তুষার সরাতে কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। নতুন করে আরও বেশকয়েকটি মরদেহও উদ্ধার করা হয়। শহরটির ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে সামিরক পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকে জায়গায় জরুরি অবস্থার মধ্যেই লুটপাটের ঘটনা ঘটেছে।


বাফেলোসহ নিউইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলজুড়েই এখন একই অবস্থা বিরাজ করছে। তুষারের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল করা হয়েছে ৪ হাজার ৭০০ ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরগুলোতে ল্যাগেজ নিয়ে তৈরি হয়েছে বিপত্তি। তবে দেশটির আবহাওয়া দফতর সুখবর দিয়েছে। দু-একদিনের মধ্যেই পরিস্থিতি কিছুটা ভালো হবে বলে জানিয়েছে তারা।
 

 

সজিব/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ