• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত ভারতের প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:২৬ এএম

সড়ক দুর্ঘটনায়  আহত ভারতের প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

আন্তর্জাতিক ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। তার পুরো পরিবার এই দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে কর্ণাটকের মাইসুরুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এদিন দুপুরের দিকে স্ত্রী-ছেলে, পুত্রবধূ ও নাতিকে নিয়ে একটি মার্সিডিজ় বেঞ্জ গাড়িতে করে বান্দিপুরার দিকে যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। বেলা ২টার দিকে মাইসুরুর কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রহ্লাদ মোদিসহ গাড়িতে থাকা পাঁচ ব্যক্তি আহত হন।

আহতের মধ্যে প্রহ্লাদ মোদির নাতির পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া অন্যদের মাইসরুর জেএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ