• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আবারও রুশ মুদ্রার পতন

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৯:৫৪ পিএম

আবারও রুশ মুদ্রার পতন

আন্তর্জাতিক ডেস্ক

এক সপ্তাহ ধরে থেমে থেমে রুশ মুদ্রার পতনের পর মঙ্গলবারও (২৭ ডিসেম্বর) পতনের মুখ দেখেছে রুবল। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে বড় রকমের পতনের মুখে পড়েছিল রুশ মুদ্রা রুবল। পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ালেও সম্প্রতি রাশিয়ান তেলের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় আবারও ডলারের বিপরীতে রুবলের পতন হয়েছে।
এ ছাড়া তেল রফতানি কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশটির রাজস্ব আয়ে। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ও তেলের দাম বেঁধে দেয়ায় এক সপ্তাহে ডলারের বিপরীতে রুবলের মান ৮ শতাংশ পর্যন্ত পতন হয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে প্রতিটি রুশ মুদ্রার মান ৭০ রুবল। এক সপ্তাহ ধরে রুবলের মান ৬৮ থেকে ৭১-এর মধ্যে ওঠানামা করছে।

শুধু ডলার নয়, ইউরোর বিপরীতে এই ক’দিনে রুবলের মান ১১ শতাংশ পতন হয়েছে। বর্তমানে ইউরোপ্রতি রুশ মুদ্রার বিনিময় হার ৭৪ দশমিক ৩৫ রুবল। 
তবে রুবলের মান নিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেন, রুবলের মান কমায় আমদানি-রফতানিতে এক রকমের লাভই হয়েছে। চলতি বছর ডলারের বিপরীতে রুবল ছিল প্রথম সারিতে থাকা মুদ্রা। আপাতদৃষ্টিতে এটাকে পতন মনে হলেও দীর্ঘ মেয়াদে এটি লাভজনক।

 

সজিব/এএল
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ