• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৪০ পিএম

দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

জোহানেসবার্গের কাছে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে কমপক্ষে ১০ নিহত হয়েছেন, আহত হন আরও ৪০ জন। সূত্র: আল জাজিরা

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে যায়। হঠাৎ বিস্ফোরণ ঘটলে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

আহত ৪০ জনের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে চালকও রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন জরুরি বিভাগের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংক বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ট্যাংকার (ওআর) ট্যাম্বু মেমোরিয়াল হাসপাতালে গ্যাস সরবরাহ করছিল বলে জানা গেছে।

 

 

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ