• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ফের জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন গুতেরেস

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ১০:২৩ এএম

ফের জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

ফের জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন অ্যান্তোনিও গুতেরেস। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ পদে শপথ গ্রহণ করলেন ৭২ বছর বয়সী এই পর্তুগিজ। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৮ জুন) ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ তাকে এই দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণ করেই তিনি মহামারি করোনাভাইরাস থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে গত সপ্তাহে গুতেরেসকে নতুন করে আবারও দায়িত্ব দেয়ার জন্য সুপারিশ করা হয়। মূলত নিরাপত্তা পরিষদের সুপারিশকেই সব সময় গুরুত্ব দিয়ে থাকে সাধারণ পরিষদ। ফলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে গুতেরেসের দ্বিতীয় মেয়াদের কার্যক্রম। জাতিসংঘ মহাসচিব পদটির মেয়াদ পাঁচ বছর।

সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সামনে বড় একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমস্যাকে (করোনাভাইরাস) বদলে দিয়ে এমন একটি বিশ্ব তৈরি করা, যা থেকে শিক্ষা নেয়া যেতে পারে।’

২০১৭ সালের জানুয়ারিতে বান কি-মুনের কাছ থেকে প্রথমবার মহাসচিবের দায়িত্ব নেন গুতেরেস। ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও আরও ১০ জন এ পদের জন্য প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিলেন। কিন্তু শুধু পর্তুগাল ছাড়া সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রস্তাব না করায় কেউই প্রার্থী হতে পারেননি।

১৯৪৯ সালের ৩০ এপ্রিল পর্তুগালের রাজধানী লিসবনে জন্মগ্রহণ করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেই তার শৈশবকাল অতিবাহিত হয়। তার বাবা ভার্জিলিও ডায়াস গুতেরেস ও মাতা ইল্দা কান্ডিডা দে অলিভেইরা।

এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ