• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফিজির নতুন প্রধানমন্ত্রী হলেন র‍্যাম্বো

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১১:১৯ পিএম

ফিজির নতুন প্রধানমন্ত্রী হলেন র‍্যাম্বো

আন্তর্জাতিক ডেস্ক

সিটিভেনি ‘র‌্যাম্বো’ রাবুকা শপথ নিয়েছেন ফিজির নতুন প্রধানমন্ত্রী হিসেবে। ফলে দেশটিতে ফ্রাঙ্ক বাইনামারার ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান হলো। সূত্রঃ দ্য গার্ডিয়ান।

রাবুকার নতুন প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে দেশটিতে কিছুদিন ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার সমাপ্তি হবে বলে মনে করা হচ্ছে। নতুন নির্বাচনের পর থেকে ঝুলে থাকা আইনসভা এর মাধ্যমেই গতি পেতে যাচ্ছে।

নির্বাচনের পর এই নতুন সরকার আনয়নে প্রধান ভূমিকা ছিল সোশ্যাল ডেমোক্রেট লিবারেল পার্টি (সোদেলপা) দলটির। সিটিভেনির দল পিপল‍‍`স এলায়ান্স বাইনামারার সমান ভোট পাওয়ায় কেউই প্রকৃত মেজরিটি অর্জন করতে সমর্থ হয়ে উঠছিল না। এরই মধ্যে সোদেলপা এবং ন্যাশনাল ফেডেরেশন পার্টির সঙ্গে জোট গঠন করে সরকার নিশ্চিত করতে সমর্থ্য হয় পিপল‍‍`স এলায়েন্স।

শনিবারে দেশটির আইনসভায় গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয় প্রধানমন্ত্রী নির্বাচন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী সিটিভেনি পার্লামেন্টে ২৯টি আসন জিতেও ভোট পেয়েছেন ২৮টি। অন্যদিকে বাইনামারা ভোট পান ২৭ টি। ধারণা করা হচ্ছে সিটিভেনির দলের কোন একজন ব্যক্তি ভোট দিয়েছে বাইনামারার পক্ষে।

৭৪ বছর বয়সী রাবুকা জানান, প্রেসিডেন্টের হাতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারায় তিনি নিজেকে দেশটির প্রতি কৃতজ্ঞ এবং বিনীত অনুভব করছেন।

হারের পর এক প্রতিক্রিয়ায় বাইনিমারামা তার ফিজি ফার্স্ট পার্টি এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটাই গণতন্ত্র এবং এটাই আমার উত্তরাধিকার।’ তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে কাজ করে যাবেন বলেও জানান।

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ