• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিহারে ইট ভাটায় বিস্ফোরণ, নিহত ৬

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৯:৪৩ পিএম

বিহারে ইট ভাটায় বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিহার রাজ্যে একটি ইটের ভাটায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইট ভাটার মালিকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন এবং নিখোঁজ রয়েছেন ২০ জন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নীতীশ কুমার জানান, ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলোকে সহ্য করার শক্তি দেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দেন তিনি।

বিহার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার। উদ্ধার অভিযান এখনও চলছে। ঘটনার পরপরই দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছায়।

রাতভর নিখোঁজদের খোঁজে তল্লাশি চলেছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। নিহতদের অধিকাংশই শ্রমিক শ্রেণীর।

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ