• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সোয়া ৪৩ কোটি টাকার লটারি পেলেন গাড়িচালক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৯:১২ পিএম

সোয়া ৪৩ কোটি টাকার লটারি  পেলেন  গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতীয় এক গাড়িচালক জিতেছেন ১ কোটি ৫০ লাখ দিরহামের লটারি, যা বাংলাদেশি টাকায় প্রায় সোয়া ৪৩ কোটি। ‘এমিরেইটস ড্র’ নামে এ লটারি জেতেন অজয় ওগুলা নামের এই ভারতীয়। সূত্রঃ এনডিটিভি

অজয় দক্ষিণ ভারতের বাসিন্দা। চার বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে দুবাইয়ে পাড়ি জমান তিনি। বর্তমানে একটি জুয়েলারি কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করেন তিনি। মাসে তাঁর বেতন ৯২ হাজার টাকা। 

লটারি জয়ের পর অজয় বলেন, লটারি জিতেছি এখনো আমার বিশ্বাস হচ্ছে না।লটারির অর্থ দিয়ে আমি আমার দাতব্য ট্রাস্টটি এগিয়ে নিয়ে যাব। এটি আমার নিজ শহর ও এর পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণে সাহায্য করবে। লটারি জিতে কোটিপতি হয়ে যাওয়ার খবরটি ভারতে থাকা মা এবং ভাইবোনদের জানালে তাঁরা বিশ্বাসই করছিলেন না। অজয় বলেন, এখন আমাকে নিয়ে খবর প্রকাশ হওয়ায় তাঁরা বিশ্বাস করবেন।

একই ড্র-তে প্রায় সাড়ে ২২ লাখ টাকা মূল্যের লটারি জেতেন ৫০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক পলা লিচ। তিন সন্তানের জননী লিচ প্রায় ১৪ বছর ধরে আমিরাতে মানবসম্পদ কর্মকর্তা হিসেবে চাকরি করে আসছেন।

 

এনএমএম/

আর্কাইভ