• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

তীব্র তুষারঝরে কানাডা বিপর্যস্ত

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৫:৫৩ পিএম

তীব্র তুষারঝরে কানাডা বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার অন্টারিও, কুইবেক ও আলবারটা প্রদেশের স্কুল-কলেজগুলো তীব্র তুষার ঝড়ের কবলে পড়েছে। ফলে স্থানীয় প্রশাসন সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। গত কয়েকদিনের অব্যাহত ভারি তুষারপাত ও তুষারঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কানাডা। গতকালও (২৩ ডিসেম্বর) বৃষ্টির মতো তুষার ঝড়েছে । দেশটির বহু এলাকায় ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। 

সেখানকার স্থানীয় প্রশাসন রাস্তা থেকে বরফের স্তূপ সরাতে কাজ করছে। আগামী কয়েকদিন তুষারপাত পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সেখানকার আবহাওয়া বিভাগ জানিয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তীব্র তুষারপাতের মধ্যে যুক্তরাষ্ট্রেও শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে প্রচণ্ড ঠাণ্ডার কবলে পড়েছেন অন্তত ২০ কোটি মার্কিন নাগরিক। ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১৫ লাখ বাসিন্দা। নিউইয়র্কসহ প্লাবিত হয়েছে বিভিন্ন শহর, পানিবন্দি বহু মানুষ। 

এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখানেও ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

এনএমএম/এএল

আর্কাইভ