• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আন্দামান উপকূলে আটকা পড়ে নিহত ২০ রোহিঙ্গা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৫:১২ পিএম

আন্দামান উপকূলে আটকা পড়ে নিহত ২০ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে ভাসমান একটি নৌকায় শতাধিক রোহিঙ্গা আটকা পড়েছেন। জানা গেছে, জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন তারা।

বুধবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দুই সপ্তাহ ধরে নৌকাটি উপকূলে ভাসছে। এরই মধ্যে ক্ষুধা-তৃষ্ণায় ও পানিতে ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে প্রতিদিনই দেশটি থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গারা। এদের মধ্যে অনেকে লক্ষ্যে পৌঁছাতে পারলেও কারও কারও ঠাঁই হচ্ছে সমুদ্রেই।

এবার ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে ভাসমান একটি নৌকায় শতাধিক রোহিঙ্গা আটকা পড়ার খবর পাওয়া গেছে।

 

এনএমএম/

আর্কাইভ