• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাশিয়ার দাবি যুক্তরাষ্ট্রের তৈরি ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৮:৪৬ পিএম

রাশিয়ার দাবি যুক্তরাষ্ট্রের তৈরি ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলে এমনটাই দাবি করছে মস্কো। সূত্রঃ এনডিটিভি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বাহিনী ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ রাশিয়ার বেলগোরোডে মার্কিন তৈরি চারটি অ্যান্টি-রেডিয়েশন মিসাইল ভূপাতিত করেছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো এমন দাবি করল মস্কো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে জানান, বেলগোরোড অঞ্চলের আকাশসীমায় চারটি আমেরিকান অ্যান্টি-রাডার (এইচএআরএম) ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ‍‍‘এইচএআরএম‍‍’ একটি এয়ার-টু-সারফেস উচ্চগতির অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। এটি রাডার সজ্জিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার খোঁজ ও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে।

বেলগোরোদের গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভের দাবি করেন, রোববার (১৮ ডিসেম্বর) ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও শিল্প ভবন। ওই হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

 

 

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ