• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ড নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩৩

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১১:২১ পিএম

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ড নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ড উপসাগরে দেশটির  নৌ-বাহিনীর একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজটিতে ১০৬ জন নাবিক ছিলেন। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের মাধ্যমে ৭৩ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩৩ জন। মার্কিন সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।

খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ